পুরাতন দলিল পড়ার নিয়ম
দলিল নাম্বার / ত্রুমিক নাম্বার
জমির পরিমান / জমির শ্রেনি
জমির মূল্য / মৌজার নাম
গ্রহিতা / গ্রহিত্রী
দাতা / দাত্রী
খতিয়ান নাম্বার C.S, S.A, R.S, B.S / জোত নাম্বার
দাগ নাম্বার C.S, S.A, R.S, B.S
দলিল রেজিষ্ট্রির তারিখ / সম্পাদনের তারিখ
সনাক্ত কারি
স্বাক্ষী
দাগে মোট জমির পরিমান
১) দলিল নাম্বার/ত্রুমিক নাম্বার
পুরাতন দলিলের প্রথম পেজে আপনারা দলিল নাম্বার এবং ত্রুমিক নাম্বার পাবেন। দলিল নাম্বার পাবেন দলিলের ডান পাসে, ত্রুমিক নাম্বার পাবেন দলিলের বাম পাসে। দলিল নাম্বার এবং ত্রুমিক নাম্বার সমান থাকতে পারে আবার সমান নাও থাকতে পারে।যেমন-০১ ত্রুমকি নাম্বার দলিল নাম্বার ০১ আবার এরকম থাকতে পারে ত্রুমিক নাম্বার ১২০ দলিল নাম্বার ৫০।
২) জমির পরিমান/জমির শ্রেনি
পুরাতন দলিলে প্রথম পেজেই আপনারা জমির পরিমান দেখতে পাবেন।পুরাতন হাতের লিখা দলিলে পাবেন দলিলের উপরে,কম্পিটার টাইপিং দলিলে পবেন ২ নাম্বার কলামে।
৩) জমির মূল্য/মৌজার নাম
জমির মূল্য এবং মৌজার নাম পাবেন পুরাতন দলিলের উপরে প্রথম পেজে,কম্পিটার টাইপিং দলিলে পবেন ২ নাম্বার কলামে।
৪) গ্রহিতা/গ্রহিত্রী
পুরাতন দলিলে বা কম্পিটার টাইপিং দলিল উবই দলিলে প্রথমে আপনার গ্রহিতা থাকে শুধু মাত্র পাওয়ার দলিল এবং বন্টন দলিল ব্যাতিত আর সব দলিলে গ্রহিতা প্রথমে থাকে।
৫) দাতা/দাত্রী
পুরাতন দলিলে বা কম্পিটার টাইপিং দলিল উবই দলিলে গ্রহিতার পরে দাতা/দাত্রী থাকে শুধু মাত্র পাওয়ার দলিল দাতা ও দাত্রী প্রথমে থাকে ।
৬) খতিয়ান নাম্বারC.S,S.A,R.S,B.S /জোত নাম্বার
খতিয়ান নাম্বার পুরাতন দলিলে এবং কম্পিটার টাইপিং দলিলে খতিয়ান নাম্বার থাকে।পুরাতন হাতের লিখা দলিল গুলোতে ভিবিন্ন সময় বিভিন্ন জরিপ হওয়ার কারনে পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন রকম দেখতে পাবেন।যেমন যে দলিল গুলো আপনার CS দিয়ে হয়ছে সে গুলোতে CS খতিয়ান পাবেন,যে দলিল গুলো SA দিয়ে হয়ছে সেগুলোতে SA খতিয়ান পাবেন,কম্পিটার টাইপিং দলিল গুলোতে SA/RS খতিয়ান পাবেন।জিনি জমি বিত্রিু করবেন ওনার নামে যদি নাম জারি থাকে,নাম জারিতে যে জোত নাম্বার দিয়ে জোত খোলা হয় তাকে জোত নাম্বার বলে।
৭) দাগ নাম্বার C.S,S.A,R.S,B.S
দাগ নাম্বার পুরাতন দলিলে এবং কম্পিটার টাইপিং দলিলে দাগ নাম্বার থাকে।পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন সময় বিভিন্ন জরিপ হওয়ার কারনে পুরাতন দলিল গুলোতে ভিবিন্ন রকম দেখতে পাবেন।যেমন যে দলিল গুলো আপনার CS দিয়ে হয়ছে সে গুলোতে CS দাগ নাম্বার পাবেন,যে দলিল গুলো SA দিয়ে হয়ছে সেগুলোতে SA দাগ নাম্বার পাবেন,কম্পিটার টাইপিং দলিল গুলোতে SA/RS দাগন্বার পাবেন।
৮) দলিল রেজিষ্ট্রির তারিখ/সম্পা দনের তারিখ
দলিল রেজিষ্ট্রির তারিখ পাবে পুরাতন দলিলে ও নতুন দলিলে সম্পত্তি তফসিলের পূর্বে।সম্পাদনের তারিখ পাবেন ।
৯) সনাক্ত কারি
সনাক্ত কারি হচ্ছে দাতা এবং গ্রহিতাকে চিনে এমন ব্যাক্তি কে সনাক্ত কারি দেওয়া হয়ে থাকে।সনাক্ত কারিকে দলিলে তিনটি জায়গাতে সাক্ষর করতে হয়।যেমনি-দলিলের প্রথম পেজের অপর পৃষ্টাই,১৯ নাম্বার কলামে,হলপ নামায়।
১০) স্বাক্ষী
স্বাক্ষী দলিলে দুই জন থাকে,আপনি চাইলে স্বাক্ষি দুই এর অধিক রাখতে পারেন।
১১) দাগে মোট জমির পরিমান
আপনি যে দাগ থেকে জমি ত্রুয় করবেন সে দাগে দেখে নিবেন জমির পরিমান কতটুকু আছে।