ভূমি উন্নয়ন কর জমির খাজনা দেওয়ার নিয়ম 2023 Land Tax Bangladesh
আপনার জমি থাকলে অনলাইনে জমির খাজনা দেওয়ার ভূমি মন্ত্রণালয়ের দুইটি উপায় রয়েছে। সেগুলো হলো-
- ভূমি উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে।
- ‘ভূমি উন্নয়ন কর’ মোবাইল এপসের মাধ্যমে।
জমির খাজনা দিতে কি কি লাগে?
- জমির খতিয়ান নম্বর।
- জমির দাগের তথ্য।
- সর্বশেষ (বিআরএস) পর্চা।
- যার নামে পর্চা তার জাতীয় পরিচয় পত্র।
অনলাইন পেমেন্ট ও ভেরিফিকেশন এর জন্য মোবাইল নম্বর।
অনলাইনে জমির খাজনা পরিশোধ করার নিয়ম
ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম: নগরিক নিবন্ধন লিংকঃ https://ldtax.gov.bd/citizen/register
এখানে আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী পদক্ষেপ ক্লিক করে মোবাইল নম্বর ভেরিফিকেশন করুন করে নাগরিক একাউন্ট তৈরি করুন।
একাউন্ট তৈরি করা হয়ে গেলে নাগরিক লগইন অপশন ব্যবহার করে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করে নিন। লগইন হয়ে গেলে নিচের মত একটি ড্যাসবোর্ড দেখতে পারবেন।
লগইন করার পর খতিয়ান অপশনে ক্লিক করুন।
এবং যেই খতিয়ান এর খাজনা দিতে চান সেই খতিয়ান যুক্ত করুন। খতিয়ান যুক্ত করার জন্য:
- আপনার বিভাগ সিলেক্ট করুন।
- জেলা সিলেক্ট করুন।
- উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।
- মৌজা সিলেক্ট করুন।
- সর্বশেষ খতিয়ান লিখুন।
- হোল্ডিং নম্বর দিন।
- ফাইল সংযুক্ত করুন (খতিয়ান বা দাখিলা)।
- মালিকের ধরন সিলেক্ট করুন (নিজে মালিক থাকলে সেটা সিলেক্ট করুন উত্তরাধীকার সূত্রে পেয়ে থাকলে সেটা সিলেক্ট করুন)
- সবকিছু সিলেক্ট করার পর সংরক্ষণ অপশনে ক্লিক করুন।
এখানে (অপেক্ষমান) দেখাবে। খতিয়ান সংযুক্ত করার পর অফিস বেশি কিছু সময় নেয় এটা যাচাই করার জন্য। যাচাই করার পর যদি তারা মনে করে যে সবকিছু ঠিক ঠাক আছে তখন ভূমি অফিস জমির কর দেওয়ার অনুমতি দেয়। এখানে আপনি যতগুলো জমির খাজনা দিতে চান সবগুলো খতিয়ান সংযুক্ত করে নিন। এরপর খানিকটা অপেক্ষা করুন। পুনরায় ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। বাম পাশের মেনু অপশন থেকে হোল্ডিং লেখার উপর ক্লিক করুন। আপনার খতিয়ানটি অনুমোদন পেলে এমন একটি পেজ শো করবে।
আপনার নতুন খতিয়ান সংযুক্তি করার পর যদি স্ট্যাটাস অনুমোদিত হয় তাহলে আপনি জমির কর দিতে পারবেন আর অনুমোদিত না হলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর পরবর্তী ধাপে খাজনা দেওয়ার জন্য বিস্তারিত বাটনে ক্লিক করুন নিচের মত একটি পেজ শো করবে।
এবার আপনি এখানে সকল তথ্য দেখতে পারবেন। এখানে আপনি সর্বশেষ কত সালে কর পরিশোধ করেছেন এবং কত বছর কর দেওয়া বাকি আছে। সর্বমোট কত টাকা কর হয়েছে এবং বকেয়ার সুদ কত টাকা ইত্যাদি সকল তথ্য দেখাবে বিস্তারিত বাটনে ক্লিক করে আরো বিস্তারিত বিভিন্ন তথ্য দেখতে পারবেন।
এবার আপনি অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করুন।
অত্র পেইজে আবেদন এর সার সংক্ষেপ দেখাবে। পরবর্তী ধাপে ক্লিক করে ই পেমেন্ট করুন। তারপর আপনার সামনে বিকাশ ব্যবহার করলে সেখান থেকে বিকাশ নম্বরে ওটিপি কোড ও পিন নম্বর ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করুন।
খাজনার রশিদ সংগ্রহ
অভিনন্দন আপনার কর প্রদান সফল হয়েছে। অনুমোদিত হলে দাখিলা মেনু থেকে সংগ্রহ করতে পারবেন।